চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

পলাতক নওয়াজ শরিফ!

২৭ ফেব্রুয়ারি, ২০২০ | ১:৩৩ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনাল ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে পলাতক ঘোষণা করেছে সরকার। শর্ত লঙ্ঘন করায় তার জামিনের মেয়াদ আর না বাড়ানোর সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় মন্ত্রিপরিষদ।

মঙ্গলবার মন্ত্রিপরিষদের বৈঠকের পর বলা হয়, জামিনের শর্ত অনুযায়ী মেডিকেল রিপোর্ট বোর্ডের কাছে জমা দেয়ার নির্দেশ দিয়েছিল ইসলামাবাদ হাইকোর্ট। কিন্তু নওয়াজ শরিফ তা দেননি। ফলে তিনি জামিনের শর্ত লঙ্ঘন করেছেন। এ কারণেই তাকে পলাতক ঘোষণা করা হয়েছে। এ খবর দিয়েছে পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা ডন।

বৈঠক শেষে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক বিশেষ সহকারী ড. ফিরদৌস আশিক আওয়ান বলেন, লন্ডনের কোনো হাসপাতালের মেডিক্যাল রিপোর্ট জমা দিতে ব্যর্থ হয়েছেন নওয়াজ শরিফ। তিনি একটি মেডিক্যাল সার্টিফিকেট পাঠিয়েছেন, কিন্তু বোর্ড তা প্রত্যাখ্যান করেছে। দেশের আইন অনুযায়ী এখন থেকে নওয়াজ শরিফ একজন পলাতক।
আশিক আরও জানান, নওয়াজ শরিফ দেশে না ফিরলে তাকে অপরাধী হিসেবে ঘোষণা দেয়া হবে।
অসুস্থতার কারণে নওয়াজ শরিফের বিষয় দেখাশোনার জন্য পাঞ্জাব সরকারকে কর্তৃত্ব দিয়েছিল ইসলামাবাদ হাইকোর্ট।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট