চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

দিল্লির সংঘর্ষ নিয়ে কবিতা লিখলেন মমতা

২৭ ফেব্রুয়ারি, ২০২০ | ১:৩২ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনাল ডেস্ক : দিল্লির সংঘর্ষ নিয়ে বাংলা, হিন্দি ও ইংরেজি তিন ভাষাতেই কবিতা লিখেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। বুধবার নিজের ফেসবুক পেজে কবিতাটি পোস্ট করেন তিনি।

ভারতের সামগ্রিক পরিস্থিতি নিয়ে তার মনের ভাব প্রকাশ করেন মমতা। মূলত দিল্লি হিংসাকে উদ্দেশ্য করে এই কবিতা লেখা হলেও শহরের নামের উল্লেখ নেই কোথাও। একই সঙ্গে বাংলা, হিন্দি ও ইংরেজিতে একই কবিতা লেখার এমন নজির বিরল বলে দাবি করছেন সাহিত্যপ্রেমীরা।
কবিতায় প্রথমেই মমতা প্রশ্ন তুলেছেন ‘কোথায় আছি?, কোথায় চলেছি?’ এর পর উত্তর দিয়েছেন নিজেই। বলেছেন, ‘স্বর্গ পেরিয়ে নরকে।’

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট