চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

সহনশীল রাজনীতি চাই ক্যাম্পাসে

২৭ নভেম্বর, ২০১৯ | ২:৩৩ পূর্বাহ্ণ

আধুনিক সময়ে রাজনীতি যতটা গুরুত্বপূর্ণ তার অনেক বেশি গুরুত্বপূর্ণ হল আধুনিকতার সাথে সংগতিময় শিক্ষা, যাতে করে প্রতিযোগিতার যুগে টিকে থাকার ভিত্তি স্থাপিত হয়। প্রতিযোগিতার জন্য প্রয়োজন বিজ্ঞানমুখি শিক্ষা যা আমরা উচ্চ শিক্ষার স্তরে খুব কমই পেয়ে থাকি। শিক্ষক সংকট, ক্লাসরুমের অভাব, সেশনজট, আবাসন সংকট, প্রয়োজনীয় সরঞ্জামের অভাব,নানা রকম দুর্নীতি, কতিপয় শিক্ষকদের সদিচ্ছার অভাবের দরুন যেমন শিক্ষা সংস্কৃতি থেকে আমরা পিছিয়ে পড়ছি তেমনি রাজনৈতিক অস্থিতিশীলতার দরুন নানা সংকট তৈরি হচ্ছে যার মুখ্য কারণ হচ্ছে সহনশীলতার অভাব। বর্তমান সময়ে প্রায় প্রত্যেকটি ক্যাম্পাসে সহনশীল মত প্রকাশের স্বাধীনতা না থাকায় শিক্ষা, সংস্কৃতি ও রাজনীতি থেকে পিছিয়ে যাচ্ছে মেধাবী শিক্ষার্থীরা। তাই প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে সহনশীল রাজনীতি প্রতিষ্ঠা চাই, যার মাধ্যমে আমরা প্রত্যেকে এক সারিতে অবস্থান করে, বিভেদকে বিদায় জানিয়ে দেশকে সমৃদ্ধ করার দৃঢ় আত্মপ্রত্যয়ে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে বলিষ্ঠ কণ্ঠে বলব আমরা বাংলার মানুষ।

আব্দুস সালাম
ছাত্র, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট