চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

কৃষকের দিকে সুনজর জরুরি

২৬ নভেম্বর, ২০১৯ | ১:৫৮ পূর্বাহ্ণ

বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। কৃষি উৎপাদনে কৃষকের ভূমিকা অনেক বেশি। কৃষকের উৎপাদিত ফসল দেশের খাদ্যের চাহিদা পূরণ করে। কৃষকরা কৃষিপণ্য উৎপাদন করে দেশসেবার কাজে কতটা সহায়ক ভূমিকা পালন করছে, তা তারা কখনো প্রচারের চেষ্টা করেন না। তারা নীরবে কাজ করে যান। শুধু ধান নয়, সবজি উৎপাদনের ক্ষেত্রেও কৃষকের ভূমিকা প্রশংসার দাবিদার। কিন্তু কৃষকের ফলানো ফসল খেয়ে মানুষ উপকৃত হলেও কৃষক কতটা উপকৃত হচ্ছে, তা ক’জন চিন্তা করে? খাদ্য জোগান দিতে কৃষকের কষ্টের সীমা নেই। জমি চাষাবাদ করে ফসল ফলানো যে কতটা কষ্টকর তা শুধু কৃষকেরাই জানে। সর্বস্ব বিক্রি করে চাষাবাদে নেমে পড়ে কৃষকসমাজ। কিন্তু কৃষকের ফলানো ফসলের দাম যদি উৎপাদনের খরচের সমমূল্যও না হয় তাহলে কৃষক কিভাবে ফসল উৎপাদন করবে? কৃষক ফসল উৎপাদন করলেও লাভবান হচ্ছে মধ্যস্বত্বভোগী ব্যবসায়ীরা। একদিকে ঠকছে কৃষক, অন্যদিকে ক্রেতা। ব্যবসায়ীদের ফাঁদে পড়ে কৃষক-ক্রেতা সবাই নিরুপায়। মধ্যস্বত্বভোগী ব্যবসায়ীদের কবল থেকে কৃষকদের বাঁচাতে হবে। এতে কৃষক যেমন লাভবান হবেন, তেমনি উপকৃত হবে সাধারণ মানুষ। এ বিষয়ে কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছি।

মো. আজিনুর রহমান লিমন
নীলফামারী।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট