চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

কাট্টলিতে ‘বন্দুকযুদ্ধে’ ৭ মামলার আসামী নিহত

নিজস্ব প্রতিবেদক

২৪ জুন, ২০২০ | ৭:০২ অপরাহ্ণ

নগরীর পাহাড়তলীর দক্ষিণ কাট্টলী বারুণীঘাটে পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে মো. রাসেল (২৭) নামের এক যুবক নিহত হয়েছেন। ছিনতাই, খুন, খুনের চেষ্টাসহ তার বিরুদ্ধে পাহাড়তলী ও ডবলমুরিং থানায় সাতটি মামলা রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

মঙ্গলবার (২৩ জুন) দিবাগত রাতে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। গোলাগুলির ঘটনায়  পাহাড়তলী থানার চার পুলিশ সদস্যও আহত হন। নিহত মো. রাসেল নগরীর গ্রিনভিউ আবাসিক এলাকার তিন নম্বর সড়কের জনৈক শামসুল হকের দত্তক নেওয়া সন্তান বলে জানা যায়।

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুর রহমান জানান, গত মঙ্গলবার রাত দেড়টার দিকে রাসেলসহ সন্ত্রাসীদের একটি দল বারুণীঘাট এলাকায় অবস্থান করছিল। খবর পেয়ে পুলিশ তাদের আটক করতে গেলে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। পুলিশও পাল্টা গুলিবর্ষণ করে।  উভয়পক্ষে প্রায় ২০ মিনিট গোলাগুলির পর সন্ত্রাসীরা পালিয়ে যেতে সক্ষম হয়। ঘটনাস্থল থেকে রাসেলের মৃতদেহ ও অস্ত্র উদ্ধার করে পুলিশ। গোলাগুলিতে পাহাড়তলী থানার চার পুলিশ সদস্যও আহত হন।  বিভিন্ন সময় পুলিশ তাকে গ্রেফতারে অভিযান চালালেও রাসেল পালাতে সক্ষম হয়।

পূর্বকোণ / আর আর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট