চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

চন্দনাইশে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু

চন্দনাইশ সংবাদদাতা

১৮ জুন, ২০২০ | ১:২৫ অপরাহ্ণ

চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌর এলাকায় মাঠে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নারীর মৃত্যু ঘটেছে।

আজ বৃহস্পতিবার ( ১৮ জুন) সকালে দোহাজারী কিল্লা পাড়ার মৃত আবুল কাশেমের স্ত্রী আমেনা বেগম (৪০) মাঠে কাজ করার সময় বৈদ্যুতিক তারের সাথে স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়।

খবর পেয়ে থানা পুলিশ উপস্থিত হয়ে আমেনা বেগমের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করেছেন বলে জানিয়েছেন থানা অফিসার ইনচার্জ কেশব চক্রবর্তী।

স্থানীয়ভাবে জানা যায়, বৃষ্টির কারণে পল্লী বিদ্যুতের খুঁটিতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। গাছের খুঁটিটি পুড়ে নিচে পড়ে যায়। এ সময় আমেনা বেগম জমিতে কাজ করতে গিয়ে বৈদ্যুতিক তারের সাথে স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে তিনি মারা যান।

এ ব্যাপারে পল্লী বিদ্যুৎ সমিতি-১ চন্দনাইশ জোনাল অফিসের জিএম প্রকৌশলী রফিকুল ইসলাম বলেছেন, বৃষ্টির কারণে শর্ট সার্কিট হয়ে আগুন লাগলে পল্লী বিদ্যুতের লাইন অটো বন্ধ হয়ে যায়। পরবর্তীতে তারটি পার্শ্ববর্তী পিডিবির লাইনে পড়ে বিদ্যুৎ সঞ্চালন হলে এ ধরনের দুর্ঘটনা ঘটে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট