চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

আত্মগোপনের চেষ্টা, কুতুবদিয়ায় ৫০ জন কোয়ারেন্টাইনে

কক্সবাজার সংবাদদাতা

১৫ এপ্রিল, ২০২০ | ৫:১৪ অপরাহ্ণ

নারায়ণগঞ্জ থেকে সাগর পথে কক্সবাজারের কুতুবদিয়ায় এসে আত্মগোপন করতে চাওয়া ৫০ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠিয়েছে পুলিশ। তারা সবাই দ্বীপ উপজেলা কুতুবদিয়ার বাসিন্দা। বিভিন্ন কাজে তারা নারায়ণগঞ্জ ছিলেন অনেক দিন। কুতুবদিয়ায় এসে তারা আত্মগোপনের পরিকল্পনা করেছিলেন। কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিদারুল ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি দিদারুল ফেরদৌস জানান, দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় মানবিক পুলিশ নামে একটি বিশেষ ইউনিট করা হয়েছে, যারা উপজেলার চারদিকে নজরধারি রেখেছে। তাদের তৎপরতায় গত কয়েকদিনে ৫০ জনকে আটক করে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এদের মধ্যে মঙ্গলবার (১৪ এপ্রিল) এসেছেন ৮ মাঝি-মাল্লাসহ ১০ জন। খোঁজ নিয়ে তাদের আটক করে বুধবার (১৫ এপ্রিল) কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এরা সবাই এসেছে নারায়ণগঞ্জ থেকে।

তিনি আরও জানান, কুতুবদিয়াকে করোনামুক্ত রাখতে ত্রাণ কার্যক্রম, সামাজিক দূরত্ব নিশ্চতসহ সমগ্র উপকুলে রাতভর পাহারা দেয়া হচ্ছে। একইসঙ্গে করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে সচেতনতামূলক কার্যক্রম বাড়ানো হয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট