চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

দামপাড়ার ছয় বাড়ি লকডাউন

সাতকানিয়ার আত্মীয়ের বাড়িও নজরদারিতে

নিজস্ব প্রতিবেদক

৪ এপ্রিল, ২০২০ | ৩:১০ পূর্বাহ্ণ

চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হওয়া ব্যক্তির নিজ বাড়িসহ পাশাপাশি ছয়টি বাড়ি লকডাউন করেছে প্রশাসন। একই সাথে পরিবারের সদস্যদের কোয়ারেন্টাইন নিশ্চিত করেছে স্বাস্থ্য বিভাগ। গতকাল শুক্রবার কোভিড-১৯ শনাক্ত হওয়ার পর রাত সাড়ে নয়টার দিকে নগরীর চকবাজার থানাধীন দামপাড়া এক নম্বর গলির ওই ছয়বাড়ি লকডাউন করা হয়।
বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রট মামুনুন আহমেদ অনীক পূর্বকোণকে বলেন, ‘আক্রান্ত হওয়ার পর ওই ব্যক্তির বাড়িটি পুরোপুরি লকডাউন করা হয়েছে। বাকি পাঁচটি বাড়ি সীমিত করা হয়েছে। একইসাথে তিনি যাদের সাথে মিশেছেন তাদের শনাক্তের কাজও চলছে। তাদের বিষয়টিও বিবেচনায় আছে।’
এদিকে, আক্রান্ত হওয়ার ওই ব্যক্তির এক আত্মীয়ের বাড়িকেও লকডাউনের আওতায় আনা হবে জানিয়ে মামুনুন আহমেদ আরও বলেন, কিছুদিন আগে এ বাড়িতে আক্রান্ত ব্যক্তির সাথে এক আত্মীয় সংস্পর্শে ছিলেন। তাই সাতকানিয়ার ওই আত্মীয়ের বাড়িকেও লকডাউনের আওতায় আনা হবে। ইতোমধ্যে স্থানীয় প্রশাসন ও উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়টি অবহিত করা হয়েছে।’
খোঁজ নিয়ে জানা যায়, আক্রান্ত হওয়ার ওই ব্যক্তির মেয়ের শ^শুর বাড়ি সাতকানিয়া উজেলার পুরানগড় ৪ নম্বর ওয়ার্ডে। ওমরা পালন করার পর তারা দামপাড়ার এই বাড়িতে অবস্থান করেছেন। তাই রাতেই সাতকানিয়া উপজেলার নির্বাহী অফিসারসহ স্থানীয় প্রশাসন ওই বাড়িতে গিয়ে সকলকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা দেন।
অন্যদিকে, আক্রান্ত ব্যক্তির চিকিৎসায় যারা সংস্পর্শে ছিলেন তাদের বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি। তিনি বলেন, ‘আক্রান্ত ব্যক্তিকে যারা চিকিৎসা দিয়েছেন, তাদের চিহ্নিত করে কোয়ারেন্টিন নিশ্চিত করা হবে।’

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট