চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

ভয়েস অব চিলড্রেন স্কলারশিপ পরীক্ষার পুরস্কার বিতরণ

২ ফেব্রুয়ারি, ২০২০ | ২:৪৮ পূর্বাহ্ণ

ছোটদের বেসিক ইংরেজি, ড্রইং ও সুন্দর লেখা শেখার স্কুল ‘ভয়েস অব চিলড্রেন’ আয়োজিত ‘ভয়েস অব চিলড্রেন স্কলারশিপ পরীক্ষা-২০১৯’ এর পুরস্কার বিতরণ গত শুক্রবার নগরীর এলজিইডি ভবন মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ভয়েস অব চিলড্রেনের চেয়ারম্যান মোহাম্মদ নাজিম উদ্দীনের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। সভাপতিত্ব করেন ভয়েস অব চিলড্রেনের প্রধান উপদেষ্টা ও চট্টগ্রাম কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. আবুল হাসান। বিশেষ অতিথি ছিলেন সাতকানিয়া পৌরমেয়র মোহাম্মদ জোবায়ের, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ ইউছুফ, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের চেয়ারম্যান মুহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী, সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের গণিত বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আজিজ, প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক গাজী শাহাদাৎ হোসেন, চট্টগ্রাম কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ নাজমুল হক, জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুরের সহকারী অধ্যাপক সালাউদ্দীন মোহাম্মদ ফরহাদ, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির রেজিস্ট্রার এ.এফ.এম. আকতারুজ্জামান কায়সার, অধ্যাপক মো. হুমায়ুন কবির, আবদুল্লাহ আল মামুন, শাহিদা নাসরিন শিউলী, সাংবাদিক নিজাম হায়দার সিদ্দিকী, এম.এ. হোসাইন প্রমুখ। সঞ্চালনা করেন অর্পিতা দাশ গুপ্তা। প্রধান অতিথি বলেন, ভয়েস অব চিলড্রেন একটি সৃজনশীল প্রতিষ্ঠান ও জ্ঞান বিতরণের মাধ্যম। শিশুরা একটি সুন্দর স্বপ্ন দেখবে এই প্রতিষ্ঠানের মাধ্যমে। অনুষ্ঠানে অতিথিবৃন্দ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে পুরস্কার, ক্রেস্ট ও সনদ তুলে দেন।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট