চট্টগ্রাম মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪

বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র চেক প্রতারণা মামলায় গ্রেপ্তার

বাঁশখালী সংবাদদাতা .

৯ জুলাই, ২০২৪ | ৬:০৯ অপরাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র শেখ সেলিমুল হক চৌধুরীকে চেক প্রতারণার মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ জুলাই) ভোর রাতে পৌরসভার উত্তর জলদি থেকে গ্রেপ্তার করা হয়।

 

সকাল ১১টার দিকে আদালতে পাঠানো হলে আদালত তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

 

মামলা সূত্রে জানা যায়, বাঁশখালী পৌরসভার উত্তর জলদি গ্রামের ব্যবসায়ী জামাল উদ্দিন পৌরসভার সাবেক মেয়র শেখ সেলিমুল হক চৌধুরীর মধ্যে টাকা লেনদেন হয়। সাবেক মেয়র জামাল উদ্দিনকে তিনটি চেক প্রদান করেন। জামাল উদ্দিন ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে গিয়ে ব্যর্থ হন। এ নিয়ে জামাল উদ্দিন বাঁশখালী যুগ্ম জেলা দায়রা জজ আদালতে তিনটি মামলা দায়ের করেন। আদালত ওই মামলায় তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন। আরেকটি মামলায় ১ বছর বিনাশ্রম কারাদণ্ড ৭ লাখ ৭০ হাজার টাকা অর্থদণ্ড এবং অপর মামলায় ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন আদালত।

 

বাঁশখালী থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল হাসান কায়কোবাদ বলেন, সাবেক মেয়র শেখ সেলিমুল হক চৌধুরীর বিরুদ্ধে তিনটি চেকের মামলা ছিল। যুগ্ম জেলা দায়রা জজ আদালত তিনটি মামলায় তাকে দুই বছর বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।

 

 

পূর্বকোণ/পিআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট