চট্টগ্রাম শনিবার, ০৪ জানুয়ারি, ২০২৫

এক লাখ ৮০ হাজার ইয়াবা নিয়ে যুবক ধরা টেকনাফে

টেকনাফ সংবাদদাতা

২১ জুন, ২০২৩ | ৩:৪২ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফের হ্নীলা এলাকার বসতঘর থেকে ১ লাখ ৮০ হাজার ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তার মোহাম্মদ ফারুক (২৮) ওই এলাকার মো. সেলিমের ছেলে।

 

র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার টেকনাফের হ্নীলা মৌলভীবাজার অইরপাড়ায় মাদক কারবারিরা ইয়াবা কেনা-বেচার জন্য অবস্থান করছে; এমন খবর পেয়ে অভিযানে যায় র‌্যাবের একটি দল। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর সময় ফারুক নামে একজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় আরও একজন মাদক কারবারি পালিয়ে যায়। গ্রেপ্তার ফারুকের ঘর তল্লাশি করে সিলিংয়ের উপরে বিশেষ কায়দায় লুকানো ১ লাখ ৮০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তার আসামিদের টেকনাফ মডেল থানায় পাঠানো করা হয়েছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট