বান্দরবানের মিয়ানমার সীমান্ত দিয়ে আসা ৭৫টি গরু জব্দ করেছে নাইক্ষ্যংছড়ি-১১ বিজিবি। বুধবার (২১ জুন) ভোরে গর্জনিয়া বড়বিল থেকে এসব গরু জব্দ করা হয়।
১১ বিজিবির অধিনায়ক জোন কমান্ডার লে. কর্নেল রেজাউল করিম বলেন, সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ, নারী ও শিশু পাচার রোধ ও অভ্যন্তরীণ সন্ত্রাস দমনে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) শুরু থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় অভিযান পরিচালনা করে মিয়ানমার থেকে আসা ৭৫টি গরু জব্দ করা হয়েছে।
তিনি আরও বলেন, জানুয়ারি ২০২৩ থেকে আজ পর্যন্ত নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) কর্তৃক গবাদিপশু নিলামের মাধ্যমে প্রায় ২৪ (চব্বিশ) কোটি টাকা সরকারি কোষাগারে জমা করতে সক্ষম হয়েছে। সীমান্ত পথে অবৈধভাবে গবাদিপশু চোরাচালানি কার্যক্রম কঠোর হস্তে দমন করা হবে। দেশের স্বার্থে সীমান্ত এলাকায় বিজিবি’র মাদক ও চোরাচালানবিরোধী কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
পূর্বকোণ/পিআর/এএইচ