চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

কুতুবদিয়ায় ডোবার পানিতে শিশুর মৃত্যু

কুতুবদিয়া সংবাদদাতা

২০ জুন, ২০২৩ | ১০:০২ অপরাহ্ণ

কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় ডোবার পানিতে ডুবে আফনান নামে ২০ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

 

আজ মঙ্গলবার (২০ জুন) বিকাল ৪টার দিকে উপজেলার সদর বড়ঘোপ ইউনিয়নের আরব সিকদার পাড়ায় এ ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, আজ মঙ্গলবার বিকেলে ওই এলাকার মো. আব্দুল্লাহর শিশু পুত্র আফনান সবার অজান্তে বাড়ির পাশে একটি পানিতে পূর্ণ ডোবায় পড়ে ডুবে যায়।

 

পরে সেখান থেকে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার শিশুটি মৃত বলে ঘোষণা করেন।

 

স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য রেজাউল করিম পূর্বকোণকে শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

 

পূর্বকোণ/হাসান/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট