বান্দরবানের রুমায় দুই নির্মাণ শ্রমিককে অপহরণ করেছে কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) সন্ত্রাসীরা। বুধবার (১৪ জুন) রাত ১২টার দিকে উপজেলার ছাইন্দাক পাড়া এলাকায় একটি ব্রিজের নির্মাণ কাজেরস্থল থেকে তাদের অপহরণ করা হয়।
অপহৃতরা হল, নূর মোহাম্মদ (৩৪) ও নুরুল আমিন (৩২)। এদের মধ্যে নূর মোহাম্মদের বাড়ি নাইক্ষ্যংছড়ির বাইশারী এলাকায়।
পুলিশে ধারণা, কেএনএফ’র সশস্ত্র সদস্যরা তাদের অপহরণ করে নিয়ে গেছে। বৃহস্পতিবারও তাদের খোঁজখবর পাওয়া যায়নি।
রুমা-রোয়াংছড়ি সড়কের ছান্দাকপাড়ায় একটি সেতু তৈরি করা হচ্ছে। নির্মাণকাজের ঠিকাদার আনিসুর রহমান সুজন ঘটনার কথা স্বীকার করে জানিয়েছেন শ্রমিকদের ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে।
রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, ব্রিজের নির্মাণ কাজের স্থল থেকে দুই শ্রমিক অপহৃত হয়েছে বলে খবর পেয়েছি। তবে এখনো ঠিকাদার কর্তৃপক্ষ অভিযোগ জানায়নি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলে তিনি জানান।
উল্লেখ্য, চলতি মাসের ১০ জুন রুমার বগালেক এলাকা থেকে চার শ্রমিককে অপহরণ করেছিল কেএনএফ। পরদিন দু’জনকে ছেড়ে দিলেও অপর দুই শ্রমিককে মুক্তি দেয় তিনদিন পর। মুক্তিপণের বিনিময়ে তাদের ছাড়িয়া নেয়া হয়েছে বলে স্থানীয়রা জানান।
পূর্বকোণ/জেইউ/এএইচ