চট্টগ্রামের বাঁশখালীতে ১০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার দুই যুবককে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার (১৪ জুন) রাতে পুঁইছড়ি ইউপি প্রেমবাজার এলাকার প্রধান সড়ক থেকে গ্রেপ্তারের পর আজ বৃহস্পতিবার (১৫ জুন) তাদের কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হল- কক্সবাজারের রামু উপজেলার ২ নম্বর ওয়ার্ডের হাসপাতাল গেট জোয়ারিয়া নালা এলাকার রামজীবন ধরের ছেলে কাজল ধর (৩৫) ও বরগুনা সদর ১ নম্বর ওয়ার্ডের হাওলাদার বাড়ির ফুলঝুড়ি হারুন হাওলাদারের ছেলে মোহাম্মদ সোলেমান (২১)।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রেমবাজার এলাকার লেদু মিয়া মার্কেটের সামনে থেকে ১০ হাজার ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়। আজ তাদের মাদক মামলায় কারাগারে পাঠানো হয়েছে।
পূর্বকোণ/অনুপম/জেইউ/এএইচ