চট্টগ্রাম বুধবার, ০১ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

গুরুতর আহত ৩

মহেশখালীতে মাইক্রো-অটোরিক্সা সংঘর্ষে স্কুলশিক্ষক নিহত

মহেশখালী সংবাদদাতা

১৫ জুন, ২০২৩ | ৬:৫৬ অপরাহ্ণ

কক্সবাজারের মহেশখালীতে হাইয়েস (মাইক্রোবাস) ও সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে লিটন পাল (৪২) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।

 

বৃহস্পতিবার (১৫ জুন) বিকাল সাড়ে ৪টায় চালিয়াতলি চিতাখুলী-মাতারবাড়ি রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত লিটন পাল মহেশখালী উপজেলার পালপাড়া এলাকার অমল পালের ছেলে।

 

আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় জানা যায় নি। সবাই সিএনজি অটোরিক্সার যাত্রী বলে জানা গেছে।

 

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকালে বদরখালী ফেরীঘাট থেকে একটি অটোরিক্সা গোরকঘাটা উদ্দেশ্যে ছেড়ে যায়। অটোরিক্সাটি চালিয়াতলি চিতাখুলা টানিং এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা বদরখালী-চকরিয়া গামী হাইসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজির যাত্রী মাস্টার লিটন পাল নিহত হন। একইসঙ্গে তিনজন গাড়ি থেকে পড়ে গুরুতর আহত হয়েছেন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বদরখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন।

 

এ বিষয়ে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী বলেন, ঘটনাস্থল থেকে একজনের লাশ উদ্ধার করা হয়েছে।

 

পূর্বকোণ/হোবাইব/জেইউ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট