চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় চলন্ত গাড়ির ধাক্কায় অজ্ঞাতনামা (৭০) এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৮ জুন) বিকাল সোয়া ৪টায় উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ এরফান জানান, দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা ওই বৃদ্ধকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কিছুক্ষণ পর তিনি মারা যান। নিহতের পরিচয় এখনো পাওয়া যায় নি।
তবে কোন গাড়ির ধাক্কায় এবং কিভাবে তিনি আহত হয়েছেন সেটি জানা যায় নি। বর্তমানে বৃদ্ধের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।
পূর্বকোণ/মনির/জেইউ/এএইচ