চট্টগ্রাম শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

পারকি সৈকতে যুবকের লাশ, গলায় বাঁধা লাইফ জ্যাকেট

আনোয়ারা সংবাদদাতা

৮ জুন, ২০২৩ | ৭:৩০ অপরাহ্ণ

চট্টগ্রামের আনোয়ারার পারকি সৈকতে জোয়ারে ভেসে এলো একটি অজ্ঞাতনামা লাশ। আজ বৃহস্পতিবার (৮ জুন) বিকাল ৫টায় স্থানীয়রা লাশ দেখে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।

 

উদ্ধার ব্যক্তির নাম জামাল উদ্দিন। তার বয়স ৫০ বছর। বাড়ি নোয়াখালী জেলায় বলে জানিয়েছেন গহিরা বার আউলিয়া নৌ পুলিশ ফাঁড়ি ইনচার্জ কাইসার মাতব্বর।

 

তিনি বলেন, সম্প্রতি কুতুবদিয়ায় ডুবে যাওয়া ৭ জেলের মধ্যে তিনিও একজন। লাশের স্বজনদের সাথে যোগাযোগ করা হয়েছে। তারা আসলে আরও বিস্তারিত জানা যাবে।

 

বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, সৈকতে লাশ ভেসে আসার খবর পেয়ে নৌ-পুলিশকে ঘটনাস্থলে পাঠিয়েছি। ধারণা করা হচ্ছে- কুতুবদিয়ায় কয়েকদিন আগে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ জেলেদের একজন।

 

স্থানীয়রা জানান, লাশের গায়ে গেঞ্জি রয়েছে। গলায় ঝুলছে লাইফ জ্যাকেট।

 

পূর্বকোণ/সুমন/জেইউ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট