চট্টগ্রামের আনোয়ারায় জেসমিন আক্তার উর্মি (২০) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (৮ জুন) দুপুরে উপজেলার রায়পুর ইউনিয়নের রায়পুর গ্রামের কাঞ্চন মুন্সির বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত উর্মি রায়পুর ইউনিয়নের দক্ষিণ গহিরা গ্রামের আব্দুস ছাত্তারের মেয়ে।
জানা গেছে, দেড় বছর আগে মো. কাশেমের সাথে তার বিয়ে হয়। তার ৭ মাস বয়সের একটি ছেলে সন্তান রয়েছে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জ মোহাম্মদ হাসান বলেন, স্থানীয়রা খবর দিলে গৃহবধূর লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- সে আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর রহস্য জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
পূর্বকোণ/সুমন/জেইউ/এএইচ