কক্সবাজারের চকরিয়ায় ওভারটেক করা সিমেন্টবাহী কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল চালক ফরহাদ হোসেন (২৩) নিহত ও রেজাউল করিম (২৪) নামে এক আরোহী আহত হয়েছে।
আজ বুধবার (৭ জুন) দুপুর সাড়ে ১২টায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের হারবাং ইউনিয়নের উত্তর হারবাং ভাণ্ডারিডেবা মোচারা মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফরহাদ লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ ডুমুরিয়ার মোহাম্মদ মোস্তাকের ছেলে। আহত রেজাউল নোয়াখালী জেলার পরিষদ কমপুরের জাহাঙ্গীর আলমের ছেলে।
এ তথ্য নিশ্চিত করেছেন চিরিঙ্গা হাইওয়ে থানার ইনচার্জ খোকন কান্তি রুদ্র। তিনি বলেন, চকরিয়া থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল কাভার্ড ভ্যান ও মোটর বাইকটি। উত্তর হারবাং এলাকায় পৌঁছলে কাভার্ড ভ্যান ওভারটেক করে এগিয়ে যাওয়ার সময় বাইককে ধাক্কা দিলে হতাহতের ঘটনা ঘটে।
তিনি আরও বলেন, আহতকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়া হয়েছে। নিহতকে আবেদনের প্রেক্ষিতে আত্মীয়দের কাছে হস্তান্তর করা হয়েছে। সিমেন্টবাহী কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে।
পূর্বকোণ/জেইউ/পারভেজ