চট্টগ্রাম শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

চকরিয়ার বনে মিলল বৃদ্ধের লাশ

চকরিয়া-পেকুয়া প্রতিনিধি

৬ জুন, ২০২৩ | ৪:১৬ অপরাহ্ণ

কক্সবাজারের চকরিয়ায় বনের ভেতর থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার হয়েছে। অর্ধনগ্ন ৬৫ বছর বয়সী ওই ব্যক্তির পরিচয় মেলেনি। মঙ্গলবার (৬ জুন) বিকাল পৌনে ৩টার দিকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

 

এ তথ্য নিশ্চিত করেছেন চকরিয়া থানার অপারেশন অফিসার রাজিব সরকার। তিনি বলেন, চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের লম্বাথলি নামক বনবিভাগের জঙ্গলে পড়ে থাকা এক বৃদ্ধের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পোস্ট দেখে নিজেই ঘটনাস্থলে ছুটে যাই।

 

তিনি আরও বলেন, মরদেহের শরীরে আঘাতের কোন আলামত প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরির সময় পাওয়া যায়নি। বয়স অনুমান ৬৫ হলেও পরিচয় শনাক্ত করা যায়নি। মৃত্যুর কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিচয় উদঘাটনে মরদেহের ছবি আশপাশের বিভিন্ন থানা ও পুলিশ ফাঁড়িতে পাঠানো হয়েছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট