চট্টগ্রামে সাতকানিয়া উপজেলায় অগ্নিকাণ্ডে ২১ পরিবারের ১৮ বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। আজ শুক্রবার (২ জুন) সকালে উপজেলার ধর্মপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বিশ্বহাট এলাকার জলদাশ পাড়ায় এ ঘটনা ঘটে।
আগুনে ক্ষতিগ্রস্তরা হলেন, রিটন দাস (৩৮), সুদর্শন (৩৪), রাজ কুমার (৩০), সাধন (৫০), ডা. বিবেক দাশ (২৬), হেমান্তে দাশ (৪১), বসন্তে দাশ (৩৮), নকল দাশ (৪০), সোহান দাশ (৩৭), কৃষ্ণপদ দাশ (৪৫), সুরেশ দাশ (৩৫), ভরত দাশ (৪২), সুরঞ্জন দাশ (৪১), ব্রজলাল দাশ (৮), বাহাদুর দোশ (৮২) বাঁশী (৩৬) কালাবাশি (৩৬) অঞ্চলী দাশ (৫৫), সেটান দাশ (৩২), ময়না দাশ (৪২), পন দাশ (৪১) ও গৌরাঙ্গ দাস (৫৮)।
জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে জলদাশপাড়ায় একটি বসতঘরে হঠাৎ আগুন জ্বলে ওঠে। মুহূর্তের মধ্যে আগুন পাশের অন্য বসত ঘরগুলোয় ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয় লোকজন পাশের সাঙ্গু নদ থেকে পানি তুলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে খবর পেয়ে সাতকানিয়া ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
ধর্মপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. নাছির উদ্দিন বলেন, আগুনে ১৮ বসতঘর পুড়ে ২১টি পরিবার নিঃস্ব হয়ে গেছে। কেউ কোনো কিছুই বের করতে পারেননি। প্রতিটি বসতঘরে চার থেকে পাঁচ লাখ টাকা করে ক্ষয়ক্ষতি হয়েছে।
সাতকানিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা এস এম হুমায়ুন কার্ণায়েন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। শুষ্ক আবহাওয়া ও হালকা বাতাস থাকায় বাঁশের বেড়া এবং টিনের তৈরি বসতঘরগুলো অল্পসময়ের মধ্যে পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিসের সদস্যরা খবর পাওয়ার পরপর ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
পূর্বকোণ/জেইউ/পারভেজ