আল-জামিআতুল দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক ও হেফাজত ইসলাম বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মাওলানা মুহাম্মাদ ইয়াহইয়া হাফি গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
বৃহস্পতিবার (১ জুন) দুপুরে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর ছেলে মাওলানা জুনায়েদ।
তিনি জানান, আব্বা দির্ঘদিন থেকে বিভিন্ন রোগে ভুগছিলেন। বৃহস্পতিবার সকাল থেকে কিছু খেতে না পারায় শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ে। পরে তাকে চট্টগ্রামের প্রবর্তক মোড়ের সিএসসিআর হাসপাতালে ভর্তি করা হয়। হেফাজতের আমীরের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ছেলে মাওলানা জুনায়েদ।
প্রসঙ্গত, মাওলানা মুহাম্মাদ ইয়াহইয়া বার্ধক্যজনিত রোগে ভুগছেন।
পূর্বকোণ/পিআর/এএইচ