চট্টগ্রামের বোয়ালখালীতে লাইসেন্স ছাড়া পশুখাদ্য বিক্রি ও বেশি দামে ভেটেরিনারি ঔষধ বিক্রি করায় তিন প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৩০ মে) উপজেলা সদরের খায়ের মঞ্জিল ও গোমদণ্ডী ফুলতল এলাকায় এ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন।
তিনি জানান, লাইসেন্স ছাড়া পশুখাদ্য বিক্রির দায়ে মৎস্যখাদ্য ও পশুখাদ্য আইন ২০১০ অনুযায়ী পটিয়া পোল্ট্রি ফিডকে ১৫ হাজার টাকা ও বোয়ালখালী ভেটেরিনারিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ভেটেরিনারি ওষুধ বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মেসার্স ওরিয়েন্ট ভেটেরিনারিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ সময় আদালতকে সহযোগিতা করেন উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মোহাম্মদ মহিউদ্দিন আকরাম।
পূর্বকোণ/জেইউ/পারভেজ