কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় হিটস্ট্রোকে আবু তাহের মিস্ত্রি (৫০) নামে একজনের মৃত্যু হয়েছে। সোমবার (২৯ মে) দুপুর ১টার দিকে উপজেলার সদর বড়ঘোপ ইউনিয়নের মুরালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আবু তাহের ওই গ্রামের মৃত জেবর মুল্লুকের ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে নিহত আবু তাহের একই ইউনিয়নের অমজাখালী গ্রামে অনুষ্ঠিত বলীখেলায় নিজের গরু নিয়ে প্রতিযোগিতায় অংশ নেন। খেলায় তার গরু চ্যাম্পিয়ন হয়। এতে উল্লাসে আত্মহারা হয়ে তাহেরসহ তার শুভাকাঙ্ক্ষীরা দীর্ঘক্ষণ ঢোল বাজিয়ে আনন্দ করতে করতে বাড়ি পৌঁছায়।
পরবর্তীতে দুপুর সাড়ে ১২টার দিকে তাহেরকে নিজ বাড়ি থেকে অজ্ঞান অবস্থায় স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয়।
হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শরিফুল ইসলাম পূর্বকোণকে বিষয়টি নিশ্চিত করে বলেন, তার মৃত্যুর কারণ আনন্দে হার্ট অ্যাটাক বা গরমে হিটস্ট্রোকও হতে পারে। তবে অতিরিক্ত তাপমাত্রায় বাইরে দীর্ঘক্ষণ অপেক্ষা করায় প্রাথমিকভাবে হিটস্ট্রোক করছে বলে ধারণা করছেন তিনি।
পূর্বকোণ/জেইউ/পারভেজ