চট্টগ্রাম শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

চিকিৎসা পেয়ে বনে ফিরল বন্যহাতি

লংগদু সংবাদদাতা

৩০ মে, ২০২৩ | ১২:১৩ পূর্বাহ্ণ

রাঙামাটির লংগদুতে তিনদিন ধরে অসুস্থ অবস্থায় দুটি বন্যহাতি অবস্থান করছিল, এর মধ্যে একটি হাতিকে বেশি অসুস্থ দেখে রবিবার বনবিভাগকে অবগত করে স্থানীয়রা।

 

খবর পেয়ে রাঙামাটি বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা রেজাউল করিম চৌধুরীর সার্বিক সহযোগিতায় আজ সোমবার (২৯ মে) বেলা ৪টার দিকে চট্টগ্রাম থেকে আসা দুজন ডাক্তারের সহযোগিতায় অসুস্থ হাতিটিকে চিকিৎসা দিয়ে বনে ছেড়ে দেওয়া হয়।

 

ডাক্তাররা বলেছেন, হাতিটির বা পায়ে পুরোনো একটি ক্ষত রয়েছে, যার ফলে হাতিটির পা নাড়াচাড়া করতে পারছে না। তবে চিকিৎসার পর হাতিটি সুস্থ হবে বলে আশ্বস্ত করেছেন তারা।

 

বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা রেজাউল করিম বলেন, খবর পেয়ে হাতিটিকে চিকিৎসা দেওয়ার জন্য মেডিকেল টিম নিয়ে এখানে আসি। চিকিৎসা শেষে হাতিটিকে বনে ছেড়ে দেওয়া হয়।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট