চট্টগ্রাম শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

টেকনাফে ৯ কোটি টাকার ইয়াবা ফেলে পালাল পাচারকারীরা

টেকনাফ সংবাদদাতা

২৯ মে, ২০২৩ | ২:৪১ অপরাহ্ণ

টেকনাফ সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে পাচারকালে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের ধাওয়া খেয়ে বিপুলসংখ্যক ইয়াবা রেখে পালালেন পাচারকারীরা। পরে বিজিবির সদস্যরা ৩ লাখ ইয়াবা উদ্ধার করেন, যার মূল্য ৯ কোটি টাকা বলে জানায় বিজিবি।

 

রবিবার (২৭ মে) রাত সাড়ে ৯টার দিকে কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের আশকানির লবণের মাঠ এলাকা থেকে ইয়াবার চালান উদ্ধার করা হয়েছে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. মহিউদ্দীন আহমেদ।

 

তিনি জানান, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির সদস্যরা আশকানির লবেণের মাঠ এলাকায় অবস্থান নেন। চার পাঁচ জন ব্যক্তি একটি বস্তা হাতে নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করছিল। বিজিব সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা বস্তা ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে তিনটি বস্তা জব্দ করা হয়। ওই বস্তার ভেতর থেকে ৩ লাখ ইয়াবা পাওয়া যায়।

পূর্বকোণ/পিআর/এসি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট