কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে মাদক বিক্রির টাকা ও ইয়াবা নিয়ে ২ নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তারকৃতরা হল, ২৭ নম্বর ক্যাম্পের ব্লক-এ/৩ এর বাসিন্দা মৃত ইসলামের ছেলে মো. আয়ুব (৩০), হ্নীলা জাদিমোড়ার খায়রুল বশরের দুই স্ত্রী সমিরা খাতুন (৩৯) এবং বেবী আক্তার (২৬)।
শনিবার (২৭ মে) র্যাব-১৫’র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী জানান, গত ২৫ মে রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানাি যায় কতিপয় ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব অভিযানে যায়। র্যাবের উপস্থিতি টের পালানোর চেষ্টাকালে ধাওয়া করে তাদের গ্রেপ্তার করা হয়।
উপস্থিত সাক্ষীদের সামনে দেহ তল্লাশি করে তাদের হেফাজতে থাকা ৯ হাজার ৮০০ ইয়াবা এবং মাদক বিক্রয়ের নগদ ৩৭ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত টাকা ও ইয়াবাসহ তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত এজাহার দাখিলের পর টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।
পূর্বকোণ/জেইউ/পারভেজ