কক্সবাজারে টেকনাফের নাফ নদী সীমান্তে অভিযান চালিয়ে নারী ও শিশুসহ ১৯ রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ। এদের মধ্যে ছয়জন পুরুষ, ছয়জন নারী ও সাত শিশু রয়েছে। এসময় গ্রেপ্তার করা হয়েছে ‘মানব পাচারকারী’ চক্রের ৪ সদস্যকে। তবে গ্রেপ্তারকৃতদের নাম-পরিচয় জানা যায় নি।
শুক্রবার (২৬ মে) রাত সোয়া ১১টার দিকে টেকনাফ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নাফ নদীর তীরবর্তী নাইট্যংপাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, গতকাল শুক্রবার রাতে নাইট্যং পাড়ার আমিন শরীফের বসতঘরে মানবপাচারকারী চক্রের সদস্যরা কিছু সংখ্যক লোকজন জড়ো করেছে খবর পেয়ে পুলিশের একটি দল অভিযানে যায়। ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ৬/৭ জন দৌড়ে পালিয়ে যায়। এসময় পালানোর চেষ্টাকালে ধাওয়া দিয়ে চারজনকে আটক করা হয়েছে। এদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। উদ্ধার হওয়া রোহিঙ্গাদের ব্যাপারে প্রশাসনের সংশ্লিষ্টদের নির্দেশনা মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
পূর্বকোণ/পিআর/এএইচ