চট্টগ্রাম রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪

টেকনাফে বজ্রপাতে ব্যবসায়ীসহ ২ জনের মৃত্যু

কক্সবাজার সংবাদদাতা

২৪ মে, ২০২৩ | ২:৩৫ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফে বজ্রপাতে পান ব্যবসায়ীসহ দুইজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের হাজমপাড়া এলাকার সোনালীর ছেলে রহমত উল্লাহ (৩৪) ও বাইন্যাপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে ধইল্যা (২০)।

 

আজ বুধবার (২৪ মে) সকাল ১১টায় টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।

 

বাহারছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন বলেন, সকালে বজ্রপাতে দুইজনের মারা যাওয়ার খবর শুনে ঘটনাস্থলে এসেছি।

 

স্থানীয় বাসিন্দা শাহাজাহান বলেন, সকালে রহমত উল্লাহ পানের বরজে কাজ করতে যান। হঠাৎ আকস্মিকভাবে বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। এক পর্যায়ে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান তিনি। পাশাপাশি তিনটি ছাগলও মারা যায়।

 

বাইন্যা পাড়ার বাসিন্দা হাবিব বলেন, সকালে মেরিন ড্রাইভে ঘুরতে যায় ধইল্যা। এ সময় বজ্রপাতে দগ্ধ হলে পুড়ে যান তিনি। পরে স্থানীয়রা খবর পেয়ে তাকে উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

 

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম বলেন, বজ্রপাতে দু’জনের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট