চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

রাউজানে কৃষকের ৪ গরু চুরি

রাউজান সংবাদদাতা

৪ মে, ২০২৩ | ৫:৫৬ অপরাহ্ণ

চট্টগ্রামের রাউজানে গোয়াল ঘর থেকে এক কৃষকের ৪টি গরু চুরি হয়েছে। গরুগুলোর মূল্য প্রায় আড়াইলাখ টাকা। বৃহস্পতিবার (৪ মে) ভোর রাতে এ চুরির ঘটনা ঘটে।

 

উপজেলার কদলপুর ইউনিয়নের ২ নম্বর ওয়াডের মধ্যম কদলপুর গ্রামের মীর বাগিছা এলাকায়।

 

কৃষক আবদুল মোতালেব প্রকাশ বলেন, গতকাল বুধবার রাতে আমার একটি দুধেল বড় গাভী, একটি ষাড় ও দুটি বাচ্চা গরুসহ মোট ৬টি গরু গোয়াল ঘরে বেঁধে ঘুমাই। বৃহস্পতিবার ভোরে ফজরের নামাজ পড়তে মসজিদে যাওয়ার সময় দেখি বাড়ির উঠানে দুটি গরু হাঁটছে। পরে গোয়াল ঘরে গিয়ে দেখি দুটি তালা ও শেকল ভাঙা। এরপর দেখি মোট ৬টি গরুর মধ্যে একটি দুধেল বড় গাভী, একটি ষাড় ও দুটি বাচ্চা নিয়ে গেছে চোররা।

 

ধারণা করছি, পিকআপে করে আমার গরুগুলো চুরি করা হয়েছে। ভাগ্যক্রমে দুটি গরু হয়তো নিতে পারেনি। বিষয়টি স্থানীয় ইউপি সদস্যকে জানিয়েছি। এ ব্যাপারে থানায় জিডি করার প্রস্ততি নিয়েছি।

 

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য শওকত উদ্দীন চৌধুরী বলেন, চুরির শিকার আবদুল মোতালেব গরীব কৃষক। তার সম্বল ছিল ৬টি গরু। দুইটি নিতে না পারলেও ৪টি গরু চুরি হয়ে গেলো তার। ঈদুল আজহা উপলক্ষে এলাকায় গরু চুরি বেড়ে গেছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট