
হাটহাজারী উপজেলার ১৭ বছর বয়সী কিশোর আয়মান মুহাম্মদ এক মিনিটের মধ্যে মাটিতে না ফেলে একটি ফুটবলকে সর্বোচ্চ ২১২ বার পায়ের টাচের ওপর রেখে কসরত দেখিয়ে গিনেস ওয়ার্ল্ড বুকে নাম লিখিয়েছে।
এর আগে ২০২২ সালের ১৭ মার্চ আয়মান এক মিনিটের মধ্যে সর্বোচ্চ ৭৫টি কয়েন দিয়ে টাওয়ার তৈরি করে প্রথমবারের মতো গিনেস ওয়ার্ল্ড বুকে নাম লেখিয়েছিল। গতকাল (বৃহস্পতিবার) সন্ধ্যায় আয়মান মুহাম্মদ স্বীকৃতির বিষয়টি নিশ্চিত করে।
আয়মান উপজেলার মেখল ইউনিয়নের হাশিমারপুল এলাকার আমান শাহ্ধসঢ়; বাড়ির প্রবাসী মো. মুসার ২য় সন্তান। বর্তমানে সে পরিবারসহ হাটহাজারী পৌরসদরে বসবাস করছে। জানা যায়, ইউটিউব ও সামাজিক যোগাযোগ মাধ্যমে গিনেস ওয়ার্ল্ড বুক প্রতিযোগিতা সম্পর্কে জানার পর থেকে এ নিয়ে চর্চা শুরু করে আয়মান। এজন্য সে পরিবারের সদস্য ও বন্ধুদের উৎসাহ পেয়েছে। চার ভাইবোনের মধ্যে আয়মান সবার ছোট। হাটহাজারী সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের একাদশ শ্রেণির ছাত্র আয়মান ফুটবল নিয়ে নানান শারীরিক কসরতে বেশ ওস্তাদ।
আয়মান বলেছে, ইউটিউব ও সামাজিক যোগাযোগ মাধ্যমে গিনেস বুকে পৃথিবীর বিভিন্ন রেকর্ড দেখে আমারও রেকর্ড গড়ার ইচ্ছা জাগে। সেই প্রচেষ্টা থেকে এক মিনিটের মধ্যে মাটিতে না ফেলে একটি ফুটবলকে সর্বোচ্চ ২১২ বার পায়ের টাচের উপর রাখা এবং ৩০ সেকেন্ডে সর্বোচ্চ ৯৩ ও ১১৪ বার টাচ করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুক প্রতিযোগিতায় নাম লেখাতে সক্ষম হই।
এর আগের ১ মিনিটে রেকর্ডটা ছিলো ইন্ডিয়ান ময়ূর মাকওয়ালের এবং ৩০ সেকেন্ডের একটি ছিলো ১০৭ বার বাংলাদেশের একজনের এবং অপরটি ইন্ডিয়ান একজনের ৮৮ বার। আয়মান আরো জানায়, ‘আমি এখন এই ক্যাটাগরিগুলোতে রেকর্ড হোল্ডার এবং সম্প্রতি গিনেস রেকর্ড’র স্বীকৃতিপত্রও বুঝে পেয়েছি’।
উল্লেখ্য, এর আগে ২০২২ সালের ১৭ মার্চ আয়মান এক মিনিটের মধ্যে সর্বোচ্চ ৭৫টি কয়েন দিয়ে টাওয়ার তৈরি করে গিনেস ওয়ার্ল্ড বুকে নাম লিখিয়েছিলো সে।
পূর্বকোণ/সাফা/পারভেজ