চট্টগ্রাম শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

মানিকছড়িতে পাহাড় কাটায় ৬০ হাজার টাকা জরিমানা

মানিকছড়ি সংবাদদাতা

১৩ মার্চ, ২০২৩ | ৮:৫৬ অপরাহ্ণ

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার মুসলিম পাড়া এলাকায় অবৈধভাবে পাহাড়ের মাটি কাটার দায়ে মো. ছিদ্দিকুর রহমানকে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

 

সোমবার (১৩ মার্চ) বিকাল সাড়ে ৩টায় মানিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ অভিযান পরিচালনা করে এই জরিমানা আাদায় করেন।

 

ছিদ্দিকুর রহমান উপজেলার সদর মুসলিম পাড়ার ওমর আলীর ছেলে।

 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুম্পা ঘোষ বলেন, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অবৈধভাবে পাহাড় কাটার অপরাধে একজনকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট