
চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের পাশ থেকে পলিথিন মোড়ানো এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩ মার্চ) সন্ধ্যা ৭টায় ফটিকছড়ির পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড এলাকায় থেকে লাশটি উদ্ধার করা হয় ।
পুলিশ জানায়, সন্ধ্যায় সড়কের পাশে পলিথিনে মোড়ানো এক নবজাতকের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে ফটিকছড়ি থানা পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। তবে ওই নবজাতকের পরিচয় পাওয়া যায় নি।
বিষয়টি নিশ্চিত করেছেন ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ ইবনে আনোয়ার। তিনি বলেন, নবজাতকের পরিচয় না পাওয়ায় ওইদিন রাত ৯টায় লাশ দাফন করা হয়।
পূর্বকোণ/এএইচ