
কক্সবাজারের চকরিয়ায় মায়ের সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়ে মাইমুন আক্তার লাকী (১৫) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে।
শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে সাহারবিল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আব্দুল মোতালেব পাড়ার বাড়িতে মাইমুনের শয়নকক্ষে এ ঘটনা ঘটে। মাইমুন সাহারবিল বিএমএস উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।
জানা যায়, সকালে মায়ের সঙ্গে পড়াশোনা নিয়ে কথা কাটাকাটি হয় মাইমুনের। পরে মায়ের ওপর অভিমান করে পরিবারের অন্য সদস্যদের অনুপস্থিতিতে নিজ শয়নকক্ষে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে।
দুপুরের খাবার খাওয়ার জন্য ডাকতে গিয়ে মাইমুনের মা দেখেন, ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়েছে তার মেয়ে। মায়ের চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক মাইমুনকে মৃত ঘোষণা করেন।
পরে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কোমার বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে বাকি তথ্য অনুযায়ী এগোবো।’
পূর্বকোণ/মামুন/পারভেজ