
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় রাষ্ট্রীয় মর্যদায় দাফন করা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক সদস্য ও একাত্তরের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা সিপাহী সৈয়দ মাহমুদল হককে।
রবিবার (১৫ জানুয়ারি) বাদে আসর দৌলতপুরস্থ নিজ গ্রামে তাঁকে গার্ড অব অনার প্রদান করেন কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুনুর রশীদের নেতৃত্বে কর্ণফুলী থানা পুলিশের একটি চৌকস দল। এরপর নামাজে জানাজা শেষে তাঁকে সমাহিত করা হয় পারিবারিক কবরস্থানে।
এরআগে রবিবার ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। (ইন্নালিল্লাহি…. রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। মৃত্যুকালে তিনি তিন পুত্র, এক কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে যান।
বীর মুক্তিযোদ্ধা সিপাহী সৈয়দ মাহমুদল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কর্ণফুলী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি ফারুক চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এমএন ইসলাম, বড়উঠান ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দিন চৌধুরী প্রমুখ।
পূর্বকোণ/নয়ন/মামুন/পারভেজ