চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

চট্টগ্রামে ট্রাক-অটোরিক্সা সংঘর্ষে প্রাণ গেল যুবকের

নিজস্ব প্রতিবেদক

২০ ডিসেম্বর, ২০২২ | ৪:১৪ অপরাহ্ণ

চট্টগ্রামের ফটিকছড়িতে ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে পারভেজ (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় তিন জন আহত হয়েছেন।

 

নিহত পারভেজ দাঁতমারা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কাঞ্চনা এলাকার আলী আহমেদের ছেলে।

 

আহতদের মধ্যে মুহাম্মদ সোহেল (৩০) ও মিলন (২৯) নামে দুই জনের নাম জানা গেছে।

 

মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকালে উপজেলার দাঁতমারা ইউনিয়নের হেঁয়াকো-খাগড়াছড়ি সড়কের বনানী গর্জন বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, দাঁতমারা থেকে সিএনজি অটোরিক্সাটি ফটিকছড়ির কাজিরহাটে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই যাত্রী পারভেজ নিহত হন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। এ ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট