চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

উপজেলা নির্বাচনে যারা নৌকার বিরোধিতা করছে তারা শয়তান: ভূমিমন্ত্রী

কর্ণফুলী সংবাদদাতা

১১ নভেম্বর, ২০২২ | ১১:২৭ অপরাহ্ণ

সদ্য সমাপ্ত কর্ণফুলী উপজেলা পরিষদ নির্বাচনে যারা নৌকার বিরোধিতা করছে তাদের শয়তান বলে আখ্যায়িত করেছেন ভূমিমন্ত্রী ও আনোয়ারা-কর্ণফুলী আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।

তিনি বলেছেন, ‘উপজেলা নির্বাচনে আমাদের দলের কেউ কেউ নৌকার বিরোধিতা করেছিল। তারা আবার বলে, তারা নাকি আমার বিপক্ষে না। ফারুক চেয়ারম্যানের সাথে গোস্বা। আরে নৌকা হারলে তো এলাকার উন্নয়ন ক্ষতিগ্রস্ত হত। আমি ক্ষতিগ্রস্ত হতাম। আমি তাদের ডেকেছিলাম, বুঝিয়ে বললাম। এরপরও তারা আমার কথা শুনেনি। শয়তান। তারা শয়তান। আগের যুগের মত পাথর মারার নিয়ম থাকলে আমি তাদেরকে পাথর মারতাম’।

 

শুক্রবার (১১ নভেম্বর) দুপুরে ভূমিমন্ত্রীর নিবার্চনী এলাকা চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের শাহমীরপুর এলাকার নুরুল উলুম তাজবীদুল কোরআন মাদ্রাসার বার্ষিক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এর আগে বৃহস্পতিবার রাতে উপজেলা পরিষদের নির্বাচনে দলীয় প্রার্থীর বিপক্ষে কাজ করায় আট নেতাকে বহিষ্কারের সুপারিশ করে আওয়ামী লীগ। গত ২ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ফারুক চৌধুরী চেয়ারম্যান নির্বাচিত হন।

 

ভূমিমন্ত্রী জাবেদ আরও বলেন, শেখ হাসিনার সরকার উন্নয়নের সরকার। আমার প্রয়াত পিতা আখতারুজ্জামান চৌধুরী বাবুর স্বপ্ন ছিল কর্ণফুলীকে উপজেলায় রূপান্তর করা। সেটিও আওয়ামী লীগ সরকারের আমলে সম্ভব হয়েছে। এখানে চলছে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড। এ উন্নয়ন কর্মকাণ্ডের ধারাবাহিকতা ধরে রাখতে উপজেলা নির্বাচনে ফারুক চৌধুরীকে পুনরায় দলের মনোনয়ন দেয়া হয়। আপনারা ভোট দিয়ে তাকে নির্বাচিত করায় আপনাদের ধন্যবাদ জানাই। আগামী পাঁচ বছরে এটি স্বপ্নের উপজেলায় পরিণত হবে।

ওইসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী, মাদ্রাসার মুহতামিম মাওলানা মুফতি আহমদুল্লাহ শাহ, নির্বাহী মুহতামিম মাওলানা ক্বারী নুরুল্লাহ শাহ, মজলিশে সূরা সদস্য হাফেজ মুহাম্মদ এহছান ও হাফেজ মুহাম্মদ হারুন প্রমুখ।

 

এর আগে তিনি শুক্রবার সকাল সাড়ে ১১ টার দিকে কর্ণফুলী উপজেলার বড়উঠান শাহমীরপুর ৫ নম্বর ওয়ার্ড উকিল বদরুল হক খান সড়ক আর সি সি দ্বারা উন্নয়ন কাজের উদ্বোধন করেন।

ওইসময় আরও উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হায়দার আলী, নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান আমির আহমদ, উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি এস এম হোসেন, সেলিম উল্লাহ খান, যুগ্ন সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন হায়দার, সাংগঠনিক সম্পাদক মেজবাহ উদ্দিন খান, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক আনোয়ার হোসেন কন্ট্রাক্টর, জুলধার সাবেক ইউপি চেয়ারম্যান রফিক আহমদ, বড়উঠান ইউপির সাবেক চেয়ারম্যান রফিক উল্লাহ, মো. এয়াবুব আলী, আওয়ামী লীগ সভাপতি আমজাদ হোসেন, সাধারণ আবদুল মান্নান খান, বড়উঠান প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দিন চৌধুরী, ব্যাংকার হুমায়ূন কবির, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সহ সভাপতি আজিম উদ্দিন সাগর, মো. সেলিম, যুগ্ন সাধারণ সম্পাদক সাঈদ খান আরজু, ইউপি সদস্য বাহাদুর খান, সাজ্জাদ আলী খান সুমন, উপজেলা ছাত্রলীগ যুগ্ন আহ্বায়ক কফিল উদ্দিন প্রমুখ।

 

পূর্বকোণ/নয়ন/মামুন/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট