চট্টগ্রাম সোমবার, ০৬ মে, ২০২৪

সর্বশেষ:

বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপের প্রভাব পড়বে না বাংলাদেশে

অনলাইন ডেস্ক

১১ নভেম্বর, ২০২২ | ২:১৮ অপরাহ্ণ

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি শক্তিশালী হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। তবে আবহাওয়াবিদরা জানিয়েছেন বাংলাদেশে এর প্রভাব পড়ার আশঙ্কা নেই। সুস্পষ্ট লঘুচাপটি বাংলাদেশ থেকে প্রায় দেড় হাজার কিলোমিটার দূরে শ্রীলঙ্কার কাছাকাছি রয়েছে। এটি আগামী দু-তিনদিনের মধ্যে ভারতের তামিলনাড়ু ও চেন্নাই উপকূল হয়ে আরব সাগরের দিকে চলে যেতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

 

আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, শ্রীলঙ্কা উপকূলের অদূরে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে এবং এটি বর্তমানে উত্তর-পূর্ব শ্রীলঙ্কা উপকূলের অদূরে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।

 

শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবুল কালাম মল্লিক বলেন, সারাদেশের আবহাওয়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।

 

এ সময়ে সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে জানিয়ে তিনি বলেন, আগামী তিন দিনের মধ্যে রাত ও দিনের তাপমাত্রা হ্রাস পেতে পারে।

 

পূর্বকোণ/আর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট