চট্টগ্রাম সোমবার, ০৬ মে, ২০২৪

কমছে তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদক

৫ নভেম্বর, ২০২২ | ১১:৫৫ পূর্বাহ্ণ

চট্টগ্রামে কমছে তাপমাত্রা। গতকাল (শুক্রবার) একদিনের ব্যবধানে দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমেছে। শুধু চট্টগ্রামেই নয়, সারাদেশেই কমতে শুরু করেছে তাপমাত্রা। আগামী দু’ থেকে তিন দিন এমনই থাকবে চট্টগ্রামসহ সারাদেশের তাপমাত্রা। এমন তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

 

আবহাওয়াবিদ বজলুর রশিদ জানান, লঘুচাপের বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আজ চট্টগ্রামের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময়ে চট্টগ্রামসহ সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

 

 

চট্টগ্রামে বাতাসের দিক ও গতিবেগ : উত্তর/উত্তর-পশ্চিম দিক হতে ঘণ্টায় ১০-১৫ কি.মি বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

গতকাল চট্টগ্রামের তাপমাত্রা : সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.২ ডিগ্রি সেলসিয়াস।

আজকের সূর্যাস্ত ও আগামীকালের সূর্যোদয় : সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১৩ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৫৯ মিনিটে।

জোয়ার-ভাটা : আজ কর্ণফুলী নদীতে প্রথম জোয়ার শুরু হয় ভোর ৫টা ৯ মিনিটে এবং প্রথম ভাটা শুরু হবে সকাল ১১টায়। দ্বিতীয় জোয়ার শুরু হবে বিকেল ৫টা ৩০ মিনিটে এবং দ্বিতীয় ভাটা শুরু হবে রাত ১১টা ২৯ মিনিটে।

 

পূর্বকোণ/আর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট