চট্টগ্রাম শনিবার, ০৪ মে, ২০২৪

বিশ্ব ভালবাসা দিবস আজ

আজ শুধুই ভালোবাসা-বাসি

১৪ ফেব্রুয়ারি, ২০২২ | ১২:৪৬ অপরাহ্ণ

মরিয়ম জাহান মুন্নী 

‘ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনেরও মন্দিরে’। এ গানে বলা হয়েছে প্রিয় মানুষের নামটি যত্ন করে মনের মধ্যে লিখে রাখার নামই ভালোবাসা। ভালোবাসা প্রকাশ করার বিষয় নয়, এটি অনুভবের বিষয়। আজ ভালোবাসা প্রকাশের দিন। একে অন্যকে ভালোবাসি বলার দিন। আজ ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালবাসা দিবস। প্রেম-ভালোবাসায় মাতোয়ারা হওয়ার দিন। ফাগুনের মাতাল হাওয়ায় ভালবাসা প্রকাশের দিন।
ভালোবাসা দিবসটি এসেছে মূলত রোমের ধর্মযাজক সেন্ট ভ্যালেন্টাইনের ইতিহাস থেকে। তিনি ছিলেন মানবপ্রেমিক ও খ্রিস্টধর্ম প্রচারক। আর রোম সম্রাট দ্বিতীয় ক্লডিয়াস ছিলেন বিভিন্ন দেব-দেবীর পূজায় বিশ্বাসী। সম্রাটের পক্ষে থেকে তাকে দেব-দেবীর পূজা করতে বলা হলে ভ্যালেন্টাইন তা অস্বীকার করায় তাকে কারারুদ্ধ করা হয়। সম্রাটের বারবার খ্রিস্টধর্ম ত্যাগের আজ্ঞা প্রত্যাখ্যান করলে ২৭০ খ্রিস্টাব্দের ১৪ ফেব্রুয়ারি রাষ্ট্রীয় আদেশ লঙ্ঘনের দায়ে ভ্যালেন্টাইনকে মৃত্যুদণ্ড প্রদান করেন। সেই থেকেই দিনটির শুরু।

 

 

পূর্বকোণ/এসি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট