চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

বিপাকে জাপান

১৯ জানুয়ারি, ২০২০ | ৩:৩৬ পূর্বাহ্ণ

টোকিও অলিম্পিকে এথলেটদের থাকার জন্য ১৮ হাজার খাট তৈরি করেছে তারা। কিন্তু এই খাটের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেক ক্রীড়াবিদ। জাপানিরা এথলেটদের থাকার জন্য যে খাট তৈরি করেছে তার নাম দিয়েছে পরিবেশবান্ধব খাট। এরইমধ্যে এবারের অলিম্পিককে ‘গ্রিন অলিম্পিক’ ঘোষণা করেছে আয়োজকরা। এথলেটদের অনেকেই প্রশ্ন করেছেন, এই খাট দুজনের ভার নিতে পারবে কি না। অবশ্য অলিম্পিক কর্তৃপক্ষ জানিয়েছে এসব খাট যথেষ্ট শক্তিশালী। দুজনের ভারে ভেঙে পড়ার সম্ভাবনা নেই। একথা শোনার পর অস্ট্রেলিয়ার বাস্কেটবল খেলোয়াড় এন্ড্রু বোগাট টুইটারে সেই খাটের ভিডিও পোস্ট করে তিনি লিখেছেন, ‘দারুণ ইঙ্গিত। এথলেটরা অনেক হতাশার ইভেন্ট শেষ করে হাজার হাজার কনডম পরে ব্যবহারের জন্য রেখে দেবে!’ মূলত খাটের পুরুত্ব ও ভার নেয়ার ক্ষমতার দিকে ইঙ্গিত করেই এই টুইট করেছেন বোগাট।-ইন্টারনেট

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট