চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বঙ্গবন্ধু জাতীয় ফুটবলে কক্সবাজার ও ফেনী জিতেছে

চট্টগ্রাম-বান্দরবান ম্যাচে পয়েন্ট ভাগাভাগি

নিজস্ব ক্রীড়া প্রতিবেদক

১৮ জানুয়ারি, ২০২০ | ১:১৮ পূর্বাহ্ণ

মুজিববর্ষ উপলক্ষে সারা দেশে শুরু হওয়া জেলা পর্যায়ে বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে চট্টগ্রাম জেলা দলকে চট্টগ্রামের মাটিতে রুখে দিয়েছে সফরকারি বান্দরবান জেলা। গতকাল বন্দর স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলাটি ১-১ গোলে ড্র হয়েছে। বন্দর স্টেডিয়ামে চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির উদ্দিন প্রধান অতিথি হিসেবে এ খেলার উদ্বোধন করেন। দু-দলের ফিরতি পর্বের খেলা আগামী ২০ জানুয়ারী বান্দরবান ভেন্যুতে অনুষ্ঠিত হবে। ঐ ম্যাচের ফলাফলের উপর নির্ভর করবে কোন দল ২য় পর্বে উন্নীত হবে। ঐ ম্যাচে যারা জিতবে তারাই দ্বিতীয় অর্থাৎ সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। তবে ঐ ম্যাচ গোলশুণ্য ড্র হলে বাদ পড়ে যেতে পারে চট্টগ্রাম। এদিকে গতকাল কক্সবাজারে অনুষ্ঠিত একই প্রতিযোগিতায় স্বাগতিক জেলা কক্সবাজার ২-০ গোলে সফরকারি রাঙ্গামাটি জেলা দলকে হারিয়েছে। খেলার ৩০ মিনিটে জয়ী দলের মবিন ও ৩ ৫ মিনিটে সাগর ১টি করে গোল করেন। আগামী ২০ জানুয়ারী রাঙ্গামাটিতে অনুষ্ঠিতব্য ফিরতি পর্বের ম্যাচে কক্সবাজার ড্র করতে পারলেই সেমিফাইনালে উঠে যাবে। এছাড়া ফেনীতে অনুুষ্ঠিত খেলায় ফেনী জেলা ১-০ গোলে নোয়াখালী জেলাকে হারিয়েছে। আগামী ২০ জানুয়ারী নোয়াখালীতে খেলতে যাবে ফেনী। ঐ ম্যাচে ড্র করলেই সেমিতে উঠে যাবে ফেনী। উল্লেখ্য ফেনী-নোয়াখালী’র মধ্যেকার জয়ী দল-ই চট্টগ্রাম – বান্দরবান ম্যাচের জয়ী দলের সাথে সেমিতে খেলবে আগামী ২৪ জানুয়ারী।

চট্টগ্রাম – বান্দরবান ম্যাচে স্বাগতিক দল নামের প্রতি সুবিচার করতে পারেনি। তবে চেষ্টার ক্রটি করেনি। কিন্তু সমোঝোতার অভাবটা ছিল প্রকট। মাঝমাঠে সমস্যাটা ছিল সবচেয়ে বেশি। ডিফেন্স মোটামুটি চলনসই, আক্রমণভাগকেও আরো সুসংহত হতে হবে। এ জন্য চাই অনুশীলন। বলতে গেলে ৫/৭ দিনের অনুশীলনে একটি দল গোছানো বেশ কঠিন কাজ। অন্যদিকে কিছুটা চাপের মুখে থাকলেও পুরো খেলায় অপেক্ষাকৃত দূর্বল বান্দরবান দল প্রায় সমান তালে খেলার চেষ্টা করেছে।

চট্টগ্রাম দলকে পুরো খেলায় বেশি গোলের সুযোগ পেলেও তাদের একটি মাত্র গোল নিয়ে সন্তুষ্ঠ থাকতে হয়েছে। ২ মিনিটেই বোরহানের প্লেসিং শট ক্রসপীচ উচিয়ে চলে যায়। ৯ মিনিটে আরিফ উপরে মেরে সুযোগ নষ্ট করেন। ৪৯ মিনিটে ফ্রি কিক থেকে বান্দরবানের প্রু চিং মারমার ফ্রি কিক কর্নারের বিনিময়ে ঠেকান চট্টগ্রামের কিপার সাদ্দাম। ৫১ মিনিটে সংঘবদ্ধ আক্রমণে কাছ থেকে পা ছোয়াতে ব্যর্থ হন চট্টগ্রামের আরিফ। ৭৬ মিনিটে ধারার বিরুদ্ধে গোল পেয়ে যায় বান্দরবান। এ সময় কর্নার থেকে চট্টগ্রামের গোলমুখে সৃষ্ট জটলা থেকে পাওয়া বলে অং থোয়াইচিং মারমা বা পায়ের কোনাকুনি শটে বল জালে জড়ান (১-০)। কিন্তু ৩ মিনিট পরই চট্টগ্রামের মান রক্ষা করেন বদলী ফুটবলার আমিরুজ্জামান। গোলের উৎসও ছিলেন আরেক বদলী ইন্তিসার। বা দিকে কাটিং করে বিপদসীমানায় ঢুকে বল বাড়িয়ে দেন ইন্তিসার। সেই বল আয়ত্বে এনে আমিরুজ্জামান দেখে শুনে সহজেই বল জালে জড়ান (১-১)।

চট্টগ্রাম: সাদ্দাম, আবু বক্কর, মন্টু, আকতার, প্রকাশ, মুন্না, তানভীর (পাভেল) (ইন্তিসার), আরিফ, আরাফাত, জাহেদুল ও বোরহান (আমিরুজ্জামান)।
বান্দরবান: এনামুল, সোহেল (অধিনায়ক), ক্যা ক্যা সাই মার্মা, কাশেম, ছোটন, অং থোয়াই চিং মার্মা, আকাশ, আরেফ মিয়া, বাধন, মামুন (রিমন) ও প্রু চিং মার্মা।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট