চট্টগ্রাম বুধবার, ০১ মে, ২০২৪

সর্বশেষ:

রেকর্ডময় ইনিংসে ব্র্যাডম্যানকে ছাড়ালেন কোহলি

১২ অক্টোবর, ২০১৯ | ১:১৭ পূর্বাহ্ণ

তাঁর ব্যাটে প্রায় প্রতিনিয়তই জন্ম নেয় নতুন কোনও কীর্তি। রেকর্ড গড়তেই যেন মাঠে নামেন বিরাট কোহলি! পুনে টেস্টে ডাবল সেঞ্চুরিতে নতুন করে লিখেছেন রেকর্ড। হার না মানা ২৫৪ রানের ইনিংস খেলার পথে তিনি ছাড়িয়ে গেছেন ডন ব্র্যাডম্যানের ‘আইকনিক ফিগার’ ৬,৯৯৬ রান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশাখাপত্তনম টেস্টে খুব বেশি কিছু করতে পারেননি কোহলি। সব জমিয়ে রেখেছিলেন সম্ভবত পুনের দ্বিতীয় টেস্টের জন্য। দারুণ সব শটে ভারতীয় অধিনায়ক তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারের সপ্তম ডাবল সেঞ্চুরি। তাতে দ্বিশতকের সংখ্যায় তিনি পেছনে ফেলেছেন শচীন টেন্ডুলকার ও রিকি পন্টিংয়ের মতো কিংবদন্তিদের। কোহলির এ দুরন্ত ব্যাটিংয়ে ৫ উইকেটে ৬০১ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করেছে ভারত। দ্বিতীয় দিন শেষে প্রোটিয়ারাও খুব একটা স্বস্তিতে নেই। ৩৬ রানে হারিয়েছে ৩ উইকেট। তাতে এই টেস্টের নিয়ন্ত্রণও এখন ভারতের হাতে।
পুনে টেস্টের দ্বিতীয় দিনের শেষ সেশনের শুরুতে ২০০ রান পূরণ করে ৭ ডাবল সেঞ্চুরিতে কোহলি বসেছেন ওয়ালি হ্যামন্ড ও মাহেলা জয়াবর্ধনের পাশে। ২০০ বা তার বেশি রানের ইনিংস সংখ্যায় তার সামনে আছেন কেবল কিংবদন্তি ব্র্যাডম্যান (১২), কুমার সাঙ্গাকারা (১১) ও ব্রায়ান লারা (৯)।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট