চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

সন্ধ্যায় মুখোমুখি বাংলাদেশ-আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক

২১ সেপ্টেম্বর, ২০১৯ | ২:০০ অপরাহ্ণ

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে লিগ পর্বের শেষ ম্যাচে আজ (শনিবার) সন্ধ্যা সাড়ে ৬টায় আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। এরই মধ্যে ফাইনাল নিশ্চিত করে ফেলেছে দল দুটি ।

ঢাকার ফাইনালের আগে এই দল দুটিই মুখোমুখি হচ্ছে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। লিগ পর্বের প্রথম দফায় আফগানদের বিপক্ষে হেরেছিল সাকিবের দল। ফাইনালের আগে জয় দিয়ে সেই ক্ষত ভুলতে চায় বাংলাদেশ। অন্যদিকে জয় পেতে চায় আফগানিস্তানও। ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানের বিপক্ষে শুক্রবার ৭১ রানের অনবদ্য ইনিংস খেলে ক্যারিয়ারের ইতি টানেন জিম্বাবুয়ের অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা।

ঢাকায় আফগানিস্তানের বিপক্ষে হারটা এখনও বড় ক্ষত হয়ে আছে বাংলাদেশের জন্য। ফাইনালে নামার আগেই সেই ক্ষতে প্রলেপ দেওয়ার সুযোগ পাচ্ছে টাইগাররা। জিম্বাবুয়ের বিপক্ষে স্বাগতিকদের দাপুটে জয়, অন্যদিকে আফ্রিকার এই দেশটির বিপক্ষে হারের ধাক্কায় আত্মবিশ্বাসে কিছুটা হলেও চিড় ধরেছে আফগানদের। বাংলাদেশ সেই সুযোগটা কাজে লাগিয়ে রশিদ খানদের বিপক্ষে ব্যর্থতার বৃত্ত ভাঙতে চাইছে।

আগামী ২৪ সেপ্টেম্বর মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে মুখোমুখি হবে দল দুটি। এর আগে টি-টোয়েন্টিতে আফগানদের বিপক্ষে  টানা চার ম্যাচ হেরেছে সাকিবরা।

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ম্যাচটি সরাসরি দেখা যাবে বিটিভি ও গাজী টেলিভিশনে।

পূর্বকোণ/তাসফিয়া

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট