চট্টগ্রাম মঙ্গলবার, ০৭ মে, ২০২৪

নতুন বলের ‘নতুন রাজা’ সাইফউদ্দিন

স্পোর্টস ডেস্ক

২১ সেপ্টেম্বর, ২০১৯ | ২:১০ পূর্বাহ্ণ

বলে খুব বেশি গতি নেই। তারপরও নতুন বলটা সাইফউদ্দিনের হাতেই তুলে দেন অধিনায়ক। সেই আস্থার প্রতিদানও দিয়ে চলেছেন ২২ বছরের তরুণ পেসার। শুরুতে উইকেট তুলে প্রতিপক্ষের উপর চাপ বাড়াচ্ছেন। তাতে স্পিনারদের কাজটাও হয়ে যাচ্ছে সহজ। ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজে যে দুই ম্যাচে মোহাম্মদ সাইফউদ্দিনের হাতে নতুন বল উঠেছে, প্রথম ওভারেই পেয়েছেন সাফল্য। আফগানিস্তান ওপেনার রহমানউল্লাহ গুরবাজের অফস্টাম্প উপড়ে ফেলেন দারুণ এক সুইং ডেলিভারিতে এবং সেটি ইনিংসের প্রথম বলেই। ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার পর নতুন বল সামলানোর কাজটা সবচেয়ে ভালো পারছেন সাইফউদ্দিনই। বল পুরনো হলেও পাচ্ছেন সাফল্য। বল নিয়ন্ত্রণে দেখা যাচ্ছে উন্নতির ছাপ। বেড়েছে বৈচিত্র্য। টি-টোয়েন্টিতে শুরুর ৯ ম্যাচে ৫ উইকেট পাওয়া সাইফউদ্দিন ত্রিদেশীয় সিরিজের তিন ম্যাচে নিয়েছেন ৬ উইকেট। ক্যারিয়ার সেরা পারফরম্যান্স এসেছে চলতি সিরিজেই (৪/৩৩)। ওয়ানডেতেও বেড়েছে সাফল্যের হার। বিশ্বকাপ লাগোয়া আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের আগে দশ ম্যাচে উইকেট ছিল মাত্র সাতটি। কিন্তু সবশেষ ১০ ম্যাচে উইকেট নিয়েছেন ১৭টি। যার মধ্যে বিশ্বকাপের সাত ম্যাচে ১৩ উইকেট। নতুন বলে প্রতিপক্ষকে চেপে ধরার মতো নির্দিষ্ট কাউকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পেসারদের নতুন বলে বোলিং করার আগ্রহ কম থাকায় একধরণের শূন্যতাও তৈরি হয়েছিল। যে জায়গাটি পূরণে বিশ্বকাপে মাশরাফি নতুন বল তুলে দিয়েছিলেন সাইফউদ্দিনের হাতে। ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে নিজের দ্বিতীয় ওভারেই ক্রিস গেইলকে আউট করে প্রমাণ দেন আস্থার। ঘরের মাঠে টি-টুয়েন্টি সিরিজে খেলার কথা ছিল না সাইফউদ্দিনের। কোমরের চোট ভোগাচ্ছিল খুব। বোলিং করতে গেলেই অনুভব করছিলেন বেশ পুরনো ব্যথাটা। তবে ৪ ওভার বোলিং করতে সমস্যা নেই, বিসিবির মেডিকেল বিভাগ সেটি জানানোর পর নির্বাচকরাও রেখে দেন টি-টুয়েন্টি স্কোয়াডে। যেখানে নতুন বলের ‘রাজা’ সাইফউদ্দিনই। ধারাবাহিক সাফল্যের পেছনে এ তরুণ দেখেন অধিনায়কের আস্থাশীল মনোভাব, ‘অধিনায়কের আস্থা পেলে সবকিছুই সহজ হয়ে যায়। সাকিব ভাই আমার উপর ভরসা করেন। এটি উৎসাহ হিসেবে কাজ করে। চেষ্টা করি দায়িত্বটা পালন করতে। যখনই বাংলাদেশের হয়ে খেলি চেষ্টা করি নিজেকে উজাড় করে দিতে। সেটি নতুন বল হোক আরও পুরনো বল। বাংলাদেশ দলে যেন নিয়মিত খেলতে পারি সে চ্যালেঞ্জও কাজ করে। সবকিছু মিলিয়েই ভালো করার তাগিদ অনুভব করি।’

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট