চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

রাঙ্গুনিয়া চন্দনাইশ ও মানিকছড়িতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

নিজস্ব ক্রীড়া প্রতিবেদক

১০ সেপ্টেম্বর, ২০১৯ | ১:৩৩ পূর্বাহ্ণ

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ও স্ব স্ব উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন উপজেলায় বঙ্গবন্ধু জাতীয় অনূর্ধ্ব-১৭ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট গতকাল রাঙ্গুনিয়া, চন্দনাইশ ও মানিকছড়িতে শুরু হয়েছে।

রাঙ্গুনিয়া সংবাদদাতা: রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান চৌধুরী। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারি কমিশনার (ভূমি) পূর্বিতা চাকমা, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম, প্রাণী সম্পদ কর্মকর্তা মোস্তফা কামাল, উপজেলা প্রকৌশলী দিদারুল আলম, মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে, সমবায় কর্মকর্তা দিবাকর দাশ মান্না, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সিরাজুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার, পৌরসভা আওয়ামী লীগ সভাপতি মাস্টার আসলাম খাঁন, দক্ষিণ রাজানগর ইউপি চেয়ারম্যান আহমদ ছৈয়দ তালুকদার, পারুয়া ইউপি চেয়ারম্যান জাহেদুর রহমান তালুকদার প্রমুখ। প্রথম দিনে অনুষ্ঠিত ২টি খেলায় রাঙ্গুনিয়া পৌরসভা ফুটবল একাদশ ৪-০ গোলে বেতাগী ইউনিয়ন ফুটবল একাদশকে এবং অপর খেলায় পারুয়া ইউনিয়ন ফুটবল একাদশ টাইব্রেকারে ৩-১ গোলে দরাজানগর ফুটবল একাদশকে হারিয়েছে। দু-দলের নির্ধারিত সময়ের খেলা ০-০ ড্র ছিল।

চন্দনাইশ সংবাদদাতা: চন্দনাইশে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী। উদ্বোধনী খেলায় দোহাজারী পৌরসভা একাদশ ৩-০ গোলে চন্দনাইশ পৌরসভা একদশকে হারিয়েছে। সাইমন, রঞ্জন ও আবুল হাসান ১টি করে গোল করেন। উপজেলার গাছবাড়িয়া স্টেডিয়ামে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নিবেদিতা চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, থানা অফিসার ইনচার্জ কেশব চক্রবর্তী, উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক এড. দেলোয়ার হোসেন। অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন, সহকারি শিক্ষা কর্মকর্তা এ এস এম মনির উদ্দীন, উপজেলা একাডেমিক সুপার ভাইজার বিপিন চন্দ্র রায়, জাতীয় ফুটবলার আশকর খান বাবু, কাউন্সিলর শাহ আলম ও ইউপি সদস্য জাহাঙ্গীর আলম প্রমূখ।

মানিকছড়ি সংবাদদাতা: মানিকছড়ি রানী নিহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মানিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. মাঈনউদ্দিন, ১নং সদর ইউপি চেয়ারম্যান মো. শফিকুর রহমান ফারুক, ২নং বাটনাতলী ইউপি চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম মোহন, ৪নং তিনটহরী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, মানিকছড়ি গিরি মৈত্রী ডিগ্রীকলেজের ক্রীড়া শিক্ষক মো. মনির হোসেন প্রমুখ। উদ্বোধনী দিনে অনুষ্ঠিত ২টি খেলায় ১নং মানিকছড়ি ইউনিয়ন ও ৪নং তিনটহরী ইউনিয়ন পরিষদ একাদশ পরিষদ জয় পেয়েছে। আগামী ১১ সেপ্টেম্বর বুধবার বিকাল ৩ একই মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট