চট্টগ্রাম শুক্রবার, ০৩ মে, ২০২৪

সর্বশেষ:

সিরিজ জয়ের মিশনে আজ মাঠে নামছে টাইগাররা

স্পোর্টস ডেস্ক

২ আগস্ট, ২০২২ | ১১:১১ পূর্বাহ্ণ

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে হারলেও দ্বিতীয়টি জিতে সমতায় ফেরে বাংলাদেশ। আজ মঙ্গলবার তৃতীয় ও শেষ ম্যাচে স্বাগতিকদের মুখোমুখি হবে বাংলাদেশ। এটি হয়ে দাঁড়িয়েছে অলিখিত ফাইনাল। সিরিজ নিশ্চিত করতে হলে জয় ছাড়া কোনো বিকল্প নেই। অধিনায়ক সোহানের পরিবর্তে এ ম্যাচে দায়িত্ব পাওয়া মোসাদ্দেক হোসেনের জন্য এটি নতুন চ্যালেঞ্জ। হারারে স্পোর্টস ক্লাবে বাংলাদেশ সময় বিকেল ৫টায় শুরু হওয়া ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস।

 

সিরিজ নির্ধারণী ম্যাচের আগে বাংলাদেশ দলের জন্য দুঃসংবাদ আঙুলের ইনজুরিতে পড়ে জিম্বাবুয়ে সফর থেকে ছিটকে গেছেন টি-টোয়েন্টি অধিনায়ক নুরুল হাসান সোহান। তাঁর পরিবর্তে তৃতীয় টি-টোয়েন্টিতে মাহমুদউল্লাহ রিয়াদ দলে ফিরলেও নেতৃত্ব ফিরে পাননি। আজ দলকে নেতৃত্ব দেবেন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। গতকাল বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মোসাদ্দেক হতে যাচ্ছেন দেশের নবম টি-টোয়েন্টি অধিনায়ক। দ্বিতীয় ম্যাচে তাঁর ঘূর্ণিতে জিম্বাবুয়েকে কুপোকাত করেছিল টাইগাররা। টি-টোয়েন্টিতে বাংলাদেশের চতুর্থ বোলার হিসেবে ইনিংসে পাঁচ উইকেট নেন মোসাদ্দেক। তাঁর বোলিং নৈপুণ্যে ৮ উইকেটে ১৩৫ রানের বেশি করতে পারেনি জিম্বাবুয়ে। ১৩৬ রানের টার্গেট স্পর্শ করতে মোটেও বেগ পেতে হয়নি বাংলাদেশকে। লিটন দাসের হাফ সেঞ্চুরিতে ১৫ বল বাকি রেখেই জয়ের স্বাদ পায় টাইগাররা।

তৃতীয় ও শেষ ওয়ানডেতে আবারও স্পিন দিয়ে জিম্বাবুয়েকে ঘায়েলের পরিকল্পনা বাংলাদেশের। তবে সিরিজ নির্ধারণী ম্যাচের আগে বড় ধাক্কা সোহানের ছিটকে যাওয়া। তবে সোহানকে ছাড়াই সিরিজ জিততে যথেষ্ট সক্ষম বাংলাদেশ।

নতুন দলপতি মোসাদ্দেক বলেন, ‘সিরিজ জয়ের জন্য তৃতীয় ম্যাচ জিততে আমরা আশাবাদী। শেষ ম্যাচে আমরা যদি প্রক্রিয়া ঠিক রাখতে পারি এবং দ্বিতীয় ম্যাচে যা করেছি সেগুলো আবার করতে পারি তাহলে সিরিজ জেতা সম্ভব।’ জিম্বাবুয়ের বিপক্ষে ১৮ ম্যাচ খেলে ১২টিতে জয় ও ৬টিতে হেরেছে বাংলাদেশ।

 

পূর্বকোণ/আর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট