চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

৩০ জুলাই, ২০২২ | ৫:০৮ অপরাহ্ণ

নুরুল হাসান সোহানের নেতৃত্বে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি খেলতে নেমেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে টস হেরে ফিল্ডিং পেয়েছে সফরকারী দল। অনেক বছর ধরে সামনে থেকে নেতৃত্ব দেওয়া অভিজ্ঞদের ছাড়াই এ ফরম্যাটে নামছেন সোহানরা। তবে নিশ্চয়ই এ পরীক্ষায় উতরে যেতে চাইবেন তারা।

টি-টোয়েন্টি ইতিহাসে বাংলাদেশ খেলেছে ১২৮টি ম্যাচ। জয়ের হিসাবে লাল সবুজের প্রতিনিধিরা দুই অঙ্কের ঘর ছুঁয়েছে শুধু রোডেশীয়দের বিপক্ষেই। ১৬ ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে টাইগারদের জয় ১১টি। প্রতিপক্ষ বিবেচনায় দ্বিতীয় সর্বোচ্চ ৫টি জয় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

 

বোলিংয়ে মুস্তাফিজ জিম্বাবুয়ের জন্য মূর্তিমান আতঙ্ক। ৯ ম্যাচে ১৮ উইকেট নিয়ে তিনি দু’দলের মধ্যকার খেলায় সর্বোচ্চ উইকেটশিকারি। ফলে এই রেকর্ডে নিজেকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ ফিজের সামনে। দুইয়ে আছেন বাংলাদেশের সেরা খেলোয়াড় সাকিব আল হাসান। ১২ ম্যাচে ১৬ উইকেট নিয়ে মুস্তাফিজের পরের অবস্থানেই সাকিব। যদিও এ সিরিজে টাইগার অলরাউন্ডার দলে নেই।

বাংলাদেশ একাদশ
লিটন দাস, এনামুল হক, নাজমুল হোসেন শান্ত, মুনিম শাহরিয়ার, মোসাদ্দেক হোসেন, আফিফ হোসেন, নুরুল হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

জিম্বাবুয়ে একাদশ
রেগিস চাকাভা, ক্রেগ আরভিন, ওয়েসলে মাধেভেরে, শন উইলিয়ামস, সিকান্দর রাজা, মিল্টন শুম্বা, রায়ান বার্ল, লুক জংউই, ওয়েলিংটন মাসাকাদজা, রিচার্ড এনগারাভা ও চিভাঙ্গা।

 

পূর্বকোণ/এএস/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট