চট্টগ্রাম সোমবার, ০৬ মে, ২০২৪

সর্বশেষ:

চকরিয়ায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক ফুটবল টুর্নামেন্ট

কোণাখালী ও ফাঁসিয়াখালী চ্যাম্পিয়ন

চকরিয়া-পেকুয়া সংবাদদাতা

১৮ জুলাই, ২০২২ | ৯:০৯ অপরাহ্ণ

মেঘাচ্ছন্ন আকাশ। ক্ষণে বৃষ্টি ক্ষণে রোদ। তীব্র গরম। সাথে অসমতল মাঠ। কয়েকটি স্থানে পানিও জমেছে। এতোসব বৈরিতাকে হার মানিয়ে অদম্য নৈপুণ্যে ক্রীড়াপ্রেমী হাজারো মানুষকে মুগ্ধ করেছে শিশু বয়সী ছেলে-মেয়েরা। বঙ্গবন্ধু শেখ মুজিব ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে এই দৃশ্যের দেখা মেলে সোমবার (১৮ জুলাই) বিকালে।

কক্সবাজারের চকরিয়ার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে আয়োজিত দুটি ফাইনাল খেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপে খুটাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-২ গোলে হারিয়ে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয় পশ্চিম কোণাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়।

বঙ্গমাতা গোল্ডকাপে বড় ভেওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে টাইব্রেকারে ৩-৪ গোলে হারিয়ে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে ফাঁসিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিজয়ী দল দুটি জেলা পর্যায়ের বাছাইতে অংশগ্রহণ করবে।

খেলা শেষে বিজয়ী ও বিজিত চারটি দল ছাড়াও ম্যাচ সেরা দুই খেলোয়াড়কে পুরস্কার তুলে দেয়া হয়।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি জেপি দেওয়ানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম। বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী, উপজেলা ভাইস চেয়ারম্যান জেসি চৌধুরী, উপজেলা শিক্ষা কর্মকর্তা অঞ্জন কুমার চক্রবর্তী, চকরিয়া প্রেসক্লাবের সভাপতি এম জাহেদ চৌধুরী, কোণাখালী ইউপি চেয়ারম্যান দিদারুল হক সিকদার, এটিও মো.আবু জাফর, মোহাম্মদ মনিরুজ্জামান, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি সেলিনা আক্তার প্রমুখ।

পৃথক খেলা দুটিতে রেফারির দায়িত্ব পালন করেন সাইফুল, মাহামুদুল,এরফান, ইসমাইল, গোলাম মাওলা ও হোছাইন। খেলা চলাকালে শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করেন উপজেলা স্কাউটস টিম।

 

পূর্বকোণ/জাহেদ/মামুন/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট